Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বরিশাল বিমানবন্দর
Location
রহমতপুর, বাবুগঞ্জ, বরিশাল।
Transportation
বরিশাল নথুল্লাবাস থেকে- বাস, মাইক্রো , প্রাইভেট কার , রিক্সা-ভ্যান টেম্পু হোন্ডা যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র ৩০ মিনিট থেকে ৩৫ মিনিটের পথ উপজেলা সদর থেকে- বাস, মাইক্রো , প্রাইভেট কার , রিক্সা-ভ্যান টেম্পু হোন্ডা যোগেও আসা যাবে। উপজেলা সদর থেকে মাত্র ১০ মিনিট থেকে ১৫ মিনিটের পথ
Details

বরিশাল বিমানবন্দর

        ১৯৮৫ সালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ১৬০ একর জমির ওপর নির্মাণ করা হয় বরিশাল বিমানবন্দর। এখানে রয়েছে টার্মিনাল ভবন, ছয় হাজার ফুট দীর্ঘ ও ১০০ ফুট প্রস্থ রানওয়ে ও সীমানাপ্রাচীর। উল্লেখ্য ১৯৮৫ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণ করা হলেও বিমান চলাচল শুরু হয় ১৯৯৫ সালে।
১৯৯৫ সালের ১৬ জুলাই শুরু হয় বরিশাল বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা।

এখানে প্রতিদিন বহু- দর্শনার্থী ঘুরতে আসেন।