Title
বাবুগঞ্জ উপজেলায় যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস পালন
Details
আজ ১৫ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ০৯ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আমীনুল ইসলাম এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা প্রশাসন, বাবুগঞ্জ, বরিশাল কর্তৃক পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর যথাক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, বাবুগঞ্জ, বরিশাল এর পক্ষে কাজী ইমদাদুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব মোঃ আমীনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বাবুগঞ্জ, জনাব মোঃ ইকবাল আহমেদ, ভাইস-চেয়ারম্যান, জনাব ফারজানা বিনতে ওহাব, ভাইস-চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাবুগঞ্জ, এয়ারপোর্ট থানা, বিএমপি, বাবুগঞ্জ থানা, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এর বাবুগঞ্জ উপজেলা শাখা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের এ কার্যক্রম সকাল ০৯ঃ৩০ মিনিটে শুরু হয়ে বেলা ১২ঃ৩০ মিনিট পর্যন্ত স্বাস্থ্য বিধি পরিপালন করার জন্য অব্যাহত থাকে।
সকাল ১০ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে (নতুন ভবন) সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে জনাব মোঃ আমীনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বাবুগঞ্জ, বরিশাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ইমদাদুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাবুগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল আহমেদ, ভাইস-চেয়ারম্যান, জনাব ফারজানা বিনতে ওহাব, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাবুগঞ্জ, জনাব মোঃ জাহিদ বিন আলম, অফিসার ইন চার্জ, এয়ারপোর্ট থানা, বিএমপি, বরিশাল, জনাব আঃ রহমান, পরিদর্শক (তদন্ত), বাবুগঞ্জ থানা, জনাব রত্তন আলী শরিফ, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যাবসায়ীবৃন্দ ও বাবুগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
বেলা ১২ঃ৩০ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার, বাবুগঞ্জ, বরিশাল জনাব মোঃ আমীনুল ইসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড কাউন্সিল, বাবুগঞ্জ, বরিশাল এর বীর মুক্তিযোদ্ধাবৃন্দকে সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর বাদ জোহর উপজেলা জামে মসজিদসহ বাবুগঞ্জ উপজেলার সকল মসজিদে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধুসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং অন্যান্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।
এ উপজেলার সকাল শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।