Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’
স্থান
রহিমগঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল।
কিভাবে যাওয়া যায়
বরিশাল নথুল্লাবাস থেকে- বাস, মাইক্রো , প্রাইভেট কার , রিক্সা-ভ্যান টেম্পু হোন্ডা যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র ২ থেকে ৩ ঘন্টার পথ । উপজেলা সদর থেকে- বাস, মাইক্রো , প্রাইভেট কার , রিক্সা-ভ্যান টেম্পু হোন্ডা যোগেও আসা যাবে। উপজেলা সদর থেকে মাত্র ১ থেকে ২ ঘন্টার পথ ।
বিস্তারিত

২০০৮ সালে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হয়। ওই বছরের ২১ মে গ্রন্থাগার ও জাদুঘরের উদ্বোধন করা হয়। ওই সময় আগরপুর ইউনিয়নকে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন’ হিসেবে ঘোষণা করা হয়।

এখানে প্রতিদিন বহু- দর্শনার্থী ঘুরতে আসেন।