Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা প্রশাসনের উদ্যোগে বাবুগঞ্জে দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণঃ
বিস্তারিত
আজ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রামে সাম্প্রতিক জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধিতে ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন প্রকার শুকনো খাবার, সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আমীনুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল আহমেদ, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাবুগঞ্জ, জনাব মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাবুগঞ্জ, জনাব মোঃ আনিসুর রহমান, চেয়ারম্যান, চাঁদপাশা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বাবুগঞ্জ, বরিশাল জনাব মোঃ আমীনুল ইসলাম জানান যে, বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস, এম, অজিয়র রহমান মহোদয় এর নির্দেশনায় দুর্গত মানুষের জরুরী প্রয়োজনে এ খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয় উপজেলা প্রশাসন, বাবুগঞ্জ এর উদ্যোগে। সাম্প্রতিক ক্ষয়ক্ষতির তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/08/2020